এক্সপোতে নাচছে রোবট, খেলছে ফুটবল

১৫ অক্টোবর, ২০১৯ ১৩:২৭  
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নিচ তলার মিল্কিওয়েতে ড্যাফোডিল ফ্যামিলি প্যাভিলিয়নে দেখা মেলে রোবট আলফার নৃত্য। মাঝে ব্যয়ামও করছে। মঙ্গলবার সকালেই দেখা গেলো মেলা প্রাঙ্গনেই প্রাতঃভ্রমণে ব্যস্ত এই রোবটটি। এখানেই দেখা মেলে  ক্রুজার রোবটের সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রশ্ন করলে গড় গড় করে উত্তর দিচ্ছে। অন্যদিকে ডিবোট যেন একটু বেশি স্মার্ট আলাপের শুরুতেই নিজের নাম বলে  হাত বাড়িয়ে দেয় হ্যান্ডসেক করতে। এছাড়াও মেলা প্রাঙ্গনের রোবট জোনে আরো ৪টি রোবট নিয়ে হাজির হয়েছে তারা। আলফা সিরিজের এই রোবটগুলো সেখানে রীতিমতো ফুটবল খেলায় মেতেছে। সেখানে এই রোবটগুলোর দেখভাল করছেন জাফর আহমেদ পাটোয়ারী (মহাব্যবস্থাপক), রিয়াজ আহমেদ (হেড অব মার্কেটিং) প্রমুখ। ড্যাফোডিল ফ্যামিলির সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমী, ড্যাফোডিল কম্পিউটার্স, ড্যাফোডিল সফ্টওয়্যার সহ আরও অনন্য প্রতিষ্ঠান তাদের বিভিন্ন সার্ভিস এবং সল্যুশন এ মেলায় প্রদর্শন করছে।